জীবনে বরকত লাভের উপায় - আল্লাহর রহমত লাভের উপায়

জীবনে বরকত লাভের উপায় বা আল্লাহর রহমত লাভের উপায় একমাত্র আল্লাহ ও তাঁর রাসূলের পথে চলা। জীবনে বরকত লাভের উপায় ও সম্পদে বরকত লাভের দোয়া জানতে পোস্টটি পড়ুন। জীবনে বরকত লাভের উপায় এবং রিজিকে বরকত লাভের উপায় সম্পর্কে অনেক তথ্য আপনাদের জানাবো।

বরকত একজন মানুষের জীবনের সব ক্ষেত্রেই অনেক সৌভাগ্য নিয়ে আসে। অর্থাৎ কম সময়ে বেশি পাওয়া বা অর্জন করা। আমরা সবাই আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার বরকত চাই। নিচে আমরা জীবনে বরকত লাভের উপায় ও ঘরে বরকত না আসার কারণ জানতে পারবেন।

সূচিপত্রঃ জীবনে বরকত লাভের উপায়

জীবনে বরকত লাভের উপায়

আল্লাহর বরকত ছাড়া আমরা জীবনে কিছুই করতে পারবো না। জীবনে ভালোভাবে চলতে আমাদের আল্লাহর বরকত সব খানে দরকার। যেমন খাবারের বরকত, টাকার বরকত, সওয়াবের বরকত, সময়ের বরকত এছাড়াও জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বরকত ছাড়া আমরা চলতে পারিনা। তাই আমাদের জীবনে বরকত লাভের উপায় ও সময়ের বরকত লাভের দোয়া জানতে হবে। রিজিকে বরকত লাভের দোয়া ও ঘরে বরকত না আসার কারণ জানতে নিচে দেখুন।

নিয়মিত কোরআন পড়ুন

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কোরআনে বলেনঃ যদি শহরের অধিবাসীরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তবে আমি তাদের উপর আসমান ও জমিনের বরকত খুলে দিতাম। কিন্তু তারা রাসূলগণকে অস্বীকার করেছিল, ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম তাদের উপার্জনের জন্য।জীবনে বরকত লাভের উপায় হল নিয়মিত কোরআন পড়া।

এই বিষয়গুলি কোরআন পড়ার, বোঝার এবং আরও গুরুত্বপূর্ণভাবে এর শিক্ষার উপর আমল করার জন্য খুব দরকার। প্রায়শই আমরা নিজেরা কোরআন পড়ি না অন্যান্য উত্স থেকে জ্ঞান অর্জন করি যা আমাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান করার জন্য কোরআন নাযিল করেছিলেন। রাসূল সাঃ বলেছেন আমরা যেন নিয়মিত প্রতিদিন কোরআন পড়ি। এতে আমাদের জীবনে বরকত আসবে। আর নিয়মিত কোরআন পড়া সম্পদে বরকত লাভের দোয়া ও রিজিকে বরকত লাভের উপায় হতে পারে।

আল্লাহকে ভয় করুন ও তাঁর ওপর ভরসা রাখুন

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তাদের জন্য যেকোন অসুবিধা থেকে মুক্তির পথ করে দেন এবং তাদের জন্য রিযিক দান করেন যেখান থেকে তারা কল্পনাও করতে পারে না। তাই আল্লাহকে ভয় করাও রিজিকে বরকত লাভের দোয়ার মত হতে পারে।

আরো পড়ুনঃ রক্ত নেওয়ার ক্ষেত্রে কী কী জটিলতা হতে পারে

মানুষের সাথে খারাপ কিছু করা বা কোন কাজ করার আগে মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি কাজ দেখছেন। আপনার জীবনে আল্লাহ সবসময় আছেন এই সম্পর্কে সচেতন হোন এবং আল্লাহর ভয়ে সকল খারাপ কাজ থেকে দূরে থাকুন। সবসময় আল্লাহর দেখানো পথে চলা জীবনে বরকত লাভের উপায়। আল্লাহ আপনার এই জীবন এবং পরকাল বরকতময় করে দিবেন ইনশাআল্লাহ।

আপনার জীবনে যা হচ্ছে, হবে তার সব কিছুর ওপর আল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে। আপনার কোন ব্যক্তির উপর নির্ভর করা উচিত নয় সবকিছু আল্লাহর ওপর ভরসা রাখুন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা হচ্ছেন আপনার একমাত্র মালিক আপনি তাঁর গোলাম। আমাদের মনে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে মানুষ সবসময় খারাপ পথে চলবে। আল্লাহর ভয় যদি মানুষের মনে না থাকে তাহলে শয়তানের প্ররোচনায় খারাপ পথে চলে যায় আর খারাপ কাজ করে। ফলে তার জীবনের সকল বরকত চলে যায়।

গরীবদের দান সাদাকা করুন

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে বলেছেন “নিশ্চয়ই যারা সাদাকা দেয় পুরুষ ও নারী এবং আল্লাহকে খুশি করে সেই সাদাকা বহুগুণ বাড়িয়ে দুনিয়া ও আখিরাতে তাকে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক উত্তম প্রতিদান জান্নাত। দান করা আপনার সম্পদ অনেক বৃদ্ধি করতে পারে এবং সাদাকাহ হতে পারে জান্নাতের পথ। কুরআন ও হাদিসে আছে আপনার সম্পদের ওপর গরীবদের অধিকার রয়েছে। 

তাই আপনি কোনো গরীবকে কিছু দান করে খুব অহংকার করবেন না বা গরীবদের ছোটো করবেন না। সাদকা করে আপনি গরীবদের তাদের হক দিচ্ছেন তারপরও আল্লাহর কাছ থেকে আপনি অনেক বড় প্রতিদান পাচ্ছেন। গরীবদের সাদাকা করা আপনার রিজিকে বরকত লাভের উপায় ও রিজিকে বরকত লাভের দোয়া হতে পারে।

হালাল জীবনযাপন করুন ও হালাল খাবার খান

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ হে লোকসকল আল্লাহ উত্তম এবং যা ভাল তাই গ্রহণ করেন। আল্লাহ তায়ালা ধার্মিকদেরকে একই আদেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন যা তিনি রসূলদের দিয়েছিলেন। এটা গুরুত্বপূর্ণ যে আপনার কাজের পথ ভালো, আইনসম্মত এবং নৈতিক হতে হবে। কোনো ধরণের সুদ, ঘুষ, প্রতারণা সহ অনৈতিক অভ্যাসগুলি যে কোনও মূল্যে এড়ানো উচিত। এটা জীবনে বরকত লাভের উপায় হতে পারে।

আরো পড়ুনঃ বিনা অপারেশনে ফিস্টুলা চিকিৎসা কিভাবে করবেন

হালাল খাবার খানঃ কুরআনে লেখা আছে হে ঈমানদারগণ আল্লাহ তোমাদেরকে যে হালাল বস্তু দিয়েছেন তা খাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যদি প্রকৃতপক্ষে তোমরা তাঁরই উপাসনা কর। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে খাবার খায় তা যেন হালাল খায়। হালাল খাবার খেলে এবং নেক আমল করলে জীবনে বরকত আসে। 

পরিবারের সবাই একসাথে খান এবং একে অপরের সাথে শেয়ার করুন

একটি হাদিসে নবী মুহাম্মদ (সাঃ) বলেছেনঃ এক সাথে খাও, কেননা জামাআতে বরকত রয়েছে। কিছু পরিবারে সদস্যদের বিভিন্ন সময়ে আলাদা আলাদা খাবার খাওয়া একটি স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। পরিবারের সদস্যদের রাতের খাবার টেবিলে একসাথে বসে খাবার খাওয়া উচিত। একসাথে খাওয়া খুব বরকতময় হতে পারে। উপরের উদ্ধৃতিটি বাড়ির সবার সাথে শুধু নয় দরিদ্রদের সাথে আপনার খাবার শেয়ার করার সম্পর্কে বলা হয়েছে।

আরো পড়ুনঃ কিভাবে বুঝবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম

তাই আপনার সন্তান কে ছোট থেকেই শেয়ারিং এর বিষয়টা শিখান। যদি ছোটবেলা থেকে একজন বাচ্চাকে সবার সাথে খাবার বা অন্য যে কোনো কিছু শেয়ার করা শিখান তাহলে আল্লাহর পথে চলাও হবে এবং তার মধ্যে মানবিকতাও আসবে। আর এর মাধ্যমে জীবনে বরকত ও আসবে।

জীবনে বরকত লাভের উপায় - শেষ কথা

জীবনে বরকত লাভের একমাত্র উপায় হল আল্লাহ এবং তাঁর রাসূলের দেখানো পথে চলা। জীবনে বরকত ছাড়াও আমাদের পরকালের জন্য আল্লাহর দেখানো পথে চলতে হবে। কারণ আল্লাহ ছাড়া আমাদের মালিক কেউ নাই। উপরের আলোচনা থেকে আপনারা জীবনে বরকত লাভের উপায় ও সময়ের বরকত লাভের দোয়া জানতে পারবেন। [জব আইডি=২২৪৯৮] 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url