মাথায় তেল দিলে কি খুশকি হয় - খুশকি হলে করণীয়
আপনি জানেন মাথায় তেল দিলে কি খুশকি হয় কিনা বা জানতে চান মাথায় তেল দিলে কি খুশকি হয় এবং খুশকি হলে করণীয় কিন্তু খুঁজে পাচ্ছেন না। অনেক কারণে মাথায় খুশকি হতে পারে। তাই আমি আপনার জন্য মাথায় তেল দিলে কি খুশকি হয় কিনা এবং খুশকি হলে করণীয় বিস্তারিত জানাবো।
তৈলাক্ত মাথার ত্বক ব্যাকটেরিয়ার জন্য একটি প্রজনন স্থল। অলিভ অয়েল এবং নারকেল তেলের মতো অন্যান্য তেলে ফ্যাটি অ্যাসিড থাকে যা ব্যাকটেরিয়াকে মাথার ত্বকে আরও বৃদ্ধি পেতে সাহায্য করে। সুতরাং তৈলাক্ত মাথার ত্বকে খুশকি কমবে না বরং তা বাড়িয়ে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক মাথায় তেল দিলে কি খুশকি হয় এবং খুশকি হলে করণীয় কাজ গুলো।
সূচিপত্রঃ মাথায় তেল দিলে কি খুশকি হয়
- শুষ্ক মাথার ত্বক এবং খুশকি
- মাথায় তেল দিলে কি খুশকি হয়
- খুশকি হলে করণীয়
- খুশকি থেকে মুক্তি পেতে বিকল্প প্রতিকার
- খুশকি হওয়ার কারণ
- শেষ কথা
শুষ্ক মাথার ত্বক এবং খুশকি
পরিচিত একটা ভুল ধারণা হল যে খুশকির সাথে যে ফ্লেকিং হয় তা শুষ্ক মাথার ত্বকের জন্য হয়। কিন্তু এই দুটি সম্পূর্ণ ভিন্ন সমস্যা যার জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসা দরকার। খুশকি সাধারণত ম্যালাসেজিয়া গ্লোবোসা নামক একটি প্রাকৃতিক ছত্রাক এর কারণে হয়ে থাকে। এই ছত্রাক আপনার মাথার ত্বকে থাকা অতিরিক্ত তেল খেয়ে বড় হয়। শুধুমাত্র সেই বিশেষ ক্ষেত্রে এটি চুলকানি, লালভাব এবং তৈলাক্ত সাদা খুশকি হয়ে থাকে।
অনেক সময় আপনি শুষ্ক মাথার ত্বকে যে সাদা খুশকির মত দেখতে পান তাও খুশকির মতো মৃত ত্বকের কোষ তবে সেগুলি সাধারণত ছোট হয় এবং আপনার চুলের গোড়ায় জমাট বাঁধে না। এই কারণে সবাই মনে করে যে খুশকি আর এটা একই জীনিস। মাথায় তেল দিলে কি খুশকি হয় কিনা জানুন শুষ্ক মাথার ত্বক ভালো করতে তেল ব্যবহার করলে কাজ হতে পারে কিন্তু খুশকির জন্য চুলের তেল ব্যবহার করলে আপনার মাথায় খুশকি আরো খারাপ হতে পারে।
মাথায় তেল দিলে কি খুশকি হয়
মাথায় তেল দিলে কি খুশকি হয় কিনা এটা জানতে আপনাকে দুইটা বিষয় আগে জানতে হবে। যদি আপনার মাথার ত্বক তৈলাক্ত হওয়ার কারণে খুশকি হয় তাহলে মাথায় তেল দিলে আরো বেশি খুশকি হতে পারে। আর যদি আপনার মাথার ত্বক শুষ্ক হয়ে খুশকির মত দেখা যায় তাহলে কিছু তেল দিলে ভালো হয়।
আরো পড়ুনঃ ত্বকের কোন কাজে গ্লিসারিন লাগে
খুশকি মাথার ত্বকে একটি ছত্রাক সংক্রমণ এর কারণে হয়ে থাকে। যাইহোক উপরে আপনি জানতে পারলেন মাথার ত্বকের শুষ্কতার কারণে খুশকি হয় না। যেভাবে আমাদের ত্বকের ছিদ্রগুলি অতিরিক্ত সিবাম বা তেল উৎপাদনের কারণে আটকে যায় এবং ব্রণ তৈরি করে একইভাবে যখন আমাদের মাথার ত্বকে তেল আটকে যায় তখন খুশকি তৈরি হয়।
আপনি যখন আপনার চুলে ঘন ঘন তেল দেন এবং সারারাত রেখে দেন। তখন আপনার মাথার ত্বকে আরও বেশি মৃত কোষ জমে থাকে। এছাড়াও বেশি তেল চুলের ফলিকলে আটকে যায় এবং খুশকি সৃষ্টি করে। তেল মাথার ত্বকে আরও ব্যাকটেরিয়া জন্ম দেয় এবং খুশকিতে পরিণত করে। তাহলে এখান থেকে আমরা জানতে পারি মাথায় তেল দিলে কি খুশকি হয় কিনা।
খুশকি হলে করণীয়
আপনি যদি মনে করেন যে মাথার ত্বক শুষ্ক হওয়ার কারণে খুশকি হচ্ছে তাহলে তেল দিয়ে মাথার ত্বককে ময়েশ্চারাইজ করলে সমস্যাটি ঠিক হতে পারে। আমরা জানি অনেক কারণে খুশকি হয়ে থাকে তাই আপনাকে খুশকি কমানোর নতুন উপায় খুঁজে বের করতে হবে। খুশকি হলে করণীয় কিছু ঘরোয়া প্রতিকারের মধ্যে রয়েছে লেবু, অ্যালোভেরা জেল এবং চা গাছের তেল খুশকির চিকিৎসার জন্য ভালো কাজ করে।
এছাড়াও আপেল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে বা বেকিং সোডা পানিতে মিশিয়ে খেলেও খুশকি রোধ করা যায়। মাথার ত্বকে একটি শ্যাম্পু ব্যবহার করেও খুশকি দূর করা যায়। এর ফলে আপনার মাথার ত্বককে ময়লা, মৃত ত্বকের কোষ বা তেল থেকে দূরে রাখা যায়।
আরো পড়ুনঃ বিয়ের জন্য কিভাবে নেবেন মানসিক প্রস্তুতি
অবশ্যই খুশকির চিকিত্সার ক্ষেত্রে তেল দেওয়া সঠিক চিকিৎসা নয়। চুলে তেল লাগালে শুধুমাত্র মাথার ত্বকে খুশকি বাড়বে যার ফলে চুল পড়া এবং দুর্বল চুল হতে পারে। আপনি যদি খুশকিতে ভুগেন তাহলে ভালো ফলাফল পেতে ঘরোয়া প্রতিকারগুলি চেষ্টা করে দেখুন।
খুশকি থেকে মুক্তি পেতে বিকল্প প্রতিকার
খুশকি থেকে মুক্তি পেতে যদি ঘরোয়া প্রতিকার গুলো কাজ না করে তাহলে অ্যাসপিরিন ব্যবহার করতে পারেন। যেহেতু এতে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে যা বেশিরভাগ অ্যান্টি-ড্যান্ড্রাফ চিকিত্সাতে এবং শ্যাম্পুতে একটি সাধারণ উপাদান হিসেবে রাখা হয়। একটি পাত্রে অ্যাসপিরিনের দুটি ট্যাবলেট গুড়া করে নিন এবং প্রতিবার চুল ধোয়ার সময় এটি আপনার শ্যাম্পুতে মিশিয়ে নিন। অথবা চা গাছের তেল খুশকির জন্য ভালো এবং এটি একটি কার্যকর অ্যান্টি-ড্যান্ড্রাফ হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুতে ব্যবহার করা হয় এটি ব্যবহার করা হয়।
তাই এটি আপনার খুশকি নিরাময় করতে খুব ভালো কাজ করে। আপনার নিয়মিত শ্যাম্পুতে কয়েক ফোঁটা চা গাছের তেল মিশিয়ে নিন তাহলে কয়েকদিনের মধ্যে ফলাফল পাবেন। আবার উপরে আমরা জেনেছি মাথায় তেল দিলে কি খুশকি হয় কিনা। যেহেতু মাথায় তেল দিলে খুশকি হয় তাহলে যাদের মাথার ত্বক তৈলাক্ত তারা মাথায় তেল না দিয়েও খুশকি থেকে বাঁচতে পারেন। যদি আপনার এসব কিছু করেও খুশকি ভালো না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন।
খুশকি হওয়ার কারণ
চুলের সমস্যাগুলির ক্ষেত্রে চুলের সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি যা অনেকের জন্য চিন্তার কারণ তা হল খুশকি। আপনার মাথার ত্বকে চুলকানি এবং মরা চামড়ার কারণ খুশকি হতে পারে। এটি আপনার মাথার ত্বকে মৃত ত্বকে কোষ গুলোর বৃদ্ধি ঘটায় এর ফলে আপনার খুশকি হতে পারে। এই খুব সাধারণ সমস্যার কারণ হতে পারেঃ
আরো পড়ুনঃ আপনার শরীরে পর্যাপ্ত পরিমান রক্ত আছে কিনা তা বোঝার উপায়
- নিয়মিত চুলে শ্যাম্পু না করলে ত্বকের কোষ এবং তেল মাথার ত্বকে তৈরি হতে পারে যা খুশকির কারণ হতে পারে
- শুষ্ক ত্বকের কারণেও খুশকি হতে পারে তবে তা তৈলাক্ত নয় এবং ছোট প্রকৃতির খুশকি যেটা খুব গুরতর নয়।
- এমনকি তৈলাক্ত ত্বক যা সাধারণত সেবোরিক ডার্মাটাইটিস নামে পরিচিত। লাল চর্বিযুক্ত ত্বকের উপরিভাগে হলুদ বা সাদা ফ্লেক্স দেখা দিতে পারে।
- এছাড়াও চুলের যত্নের কিছু পণ্যের জন্য এলার্জি এবং ম্যালাসেজিয়া যা এক ধরনের ছত্রাক এর জন্য খুশকির সমস্যা হতে পারে।
মাথায় তেল দিলে কি খুশকি হয় - খুশকি হলে করণীয় - শেষ কথা
খুশকি এমন একটি জিনিস যা প্রত্যেকেরই এক এক সময়ে হয়ে থাকে। শুষ্ক ত্বক, চুলের যথেষ্ট যত্ন না নেওয়া ইত্যাদি কারণে খুশকি হতে পারে। আবার যাদের ত্বক তৈলাক্ত তাদের মাথায় তেল দিলে খুশকি আরো বেশি হতে পারে। খুশকির চিকিৎসার ক্ষেত্রে বা খুশকি হলে করণীয় অনেক প্রতিকার রয়েছে যা বাড়িতেই করা যেতে পারে। মাথায় তেল দেওয়া চুলের জন্য ভালো কিন্তু খুশকির জন্য ভালো নয়। উপরে আমরা মাথায় তেল দিলে কি খুশকি হয় এবং খুশকি হলে করণীয় আলোচনা করেছি। আশা করি আপনি উপকৃত হবেন।[জব আইডি=২২৪৯৮]