চোখে অঞ্জনি হলে কি করা উচিত

চোখে অঞ্জনি হলে কি করা উচিত? আপনি যদি এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চোখে অঞ্জনি হলে কি করা উচিত? সে বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন দেখে নেয়া যাক, চোখে অঞ্জনি হলে কি করা উচিত?

পেজ সূচিপত্র: চোখে অঞ্জনি হলে কি করা উচিত

চোখে অঞ্জনি হলে কি করা উচিত

যে কোনো কারণবশত কখনো চোখে অঞ্জনি দেখা দিতে পারে। চোখে যদি অঞ্জনি দেখা দেয় তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা চোখের অঞ্জনি তেমন জটিল কোন রোগ নয়। অধিকাংশ ক্ষেত্রে  কোন চিকিৎসা ছাড়াই এমনি এমনি ভাল হয়ে যায়। তবে চোখে অঞ্জনি হলে নির্দিষ্ট কিছু কাজ করা উচিত। সেই কাজগুলো যদি আপনি করেন, তাহলে অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন। চোখে অঞ্জনি হলে কি করা উচিত? সেই বিষয়গুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। 
  • চোখে হালকা গরম পানির ছিটা দিন: হালকা গরম পানি দিয়ে চোখের অঞ্জনিতে ছিটা দিলে অঞ্জনিতে থাকা জীবাণু ধ্বংস হয়ে যাবে ফলে অল্প সময়ের মধ্যেই অঞ্জনি ভালো হয়ে যাবে।তাই চোখে নিয়মিত হালকা গরম পানির ছিটা দিন। 
  • পানির সাথে সামান্য সাবান মিশ্রিত করে চোখের পাতা পরিষ্কার করুন: পানিতে অল্প খারযুক্ত সামান্য পরিমাণে সাবান মিশ্রিত করে চোখ পরিষ্কার করতে পারেন। এতে করে দ্রুততম সময়ের মধ্যে চোখের অঞ্জনি ভালো হয়ে যাবে। 
  • পেইন কিলার ঔষধ সেবন করুন: চোখের অঞ্জনিতে যদি ব্যথা থাকে সে ক্ষেত্রে আপনি পেইনকিলার খেতে পারেন। তবে ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন ধরনের ঔষধ সেবন করা উচিত নয়। 
  • মেকআপ ব্যবহার বন্ধ করুন: সাময়িক সময়ের জন্য মেকআপ ব্যবহার করা বন্ধ রাখতে হবে। চোখে অঞ্জনি থাকা অবস্থায় যদি আপনি মেকআপ ব্যবহার করেন তাহলে অঞ্জনি সেরে উঠতে সময় বেশি লাগতে পারে। তাই অঞ্জনি ভালো হওয়ার আগ পর্যন্ত মেকআপ ব্যবহার না করাই উত্তম। 
  • কন্টাক্ট লেন্স ব্যবহার পরিহার করুন: আপনি যদি কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে চোখে অঞ্জনে উঠলে তা ব্যবহার করা পরিহার করতে হবে। কেননা লেন্স ব্যবহার করলে চোখের অঞ্জনি সেরে উঠতে সময় বেশি রাখতে পারে। 

চোখে অঞ্জনি হলে কি করবেন

চোখে অঞ্জনি হলে কি করা উচিত? সেই বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই উপরে বেশ কিছু আলোচনা তুলে ধরা হয়েছে। চোখে অঞ্জনি হলে কি করবেন? সেই বিষয় সম্পর্কে আর্টিকেলটির এই অংশে আরো কিছু তথ্য তুলে ধরা হবে। তাই চোখে অঞ্জনি হলে কি করবেন? তা জানতে নিম্ন বর্ণিত তথ্য গুলো মনোযোগ সহকারে পড়ুন।
  • চোখের যেখানে অঞ্জনি হয়েছে সেখানে হালকা করে ম্যাসেজ করুন: চোখের অঞ্জনির আশেপাশের জায়গাতে হালকা করে ম্যাসাজ করুন। এতে করে অঞ্জনিতে থাকা পুঁজ এবং রোগ জীবাণু বের হয়ে আসবে। এর ফলে দ্রুত অঞ্জনি ভালো হয়ে যাবে। 
  • সব সময় চোখ পরিষ্কার রাখুন: এমনিতেই সব সময় চোখ পরিষ্কার রাখা উচিত। আর চোখে অঞ্জনি হলে অবশ্যই সব সময় চোখ পরিষ্কার রাখতে হবে। আপনি যদি চোখ পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু অঞ্জনি তে থাকা জীবাণু ছড়িয়ে পড়তে পারে।
  • ডাক্তারের পরামর্শক্রমে এন্টিবায়োটিক সেবন করুন: চোখের আঞ্জনি যদি সহজে ভালো না হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শক্রমে এন্টিবায়োটিক সেবন করতে পারেন। এন্টিবায়োটিক সেবন করলে অল্প সময়ের মধ্যেই আশা করা যায় চোখের অঞ্জনি ভালো হয়ে যাবে। 
  • অবস্থা জটিল হলে সার্জারি করতে হবে: চোখের অঞ্জনের জন্য সাধারণত সার্জারি বা অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। তবে অস্বাভাবিক কিছু ক্ষেত্রে কখনো কখনো সার্জারির প্রয়োজন হতে পারে। তবে এই ধরনের চোখের অঞ্জনি খুব কমই হয়ে থাকে। 
  • ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন: দুই তিন দিনের মধ্যে যদি চোখের অঞ্জনি ভালো না হয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এবং এর সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। 

চোখে অঞ্জনি হলে করণীয়

চোখে অঞ্জনি হলে কি করা উচিত? আশা করি সেই বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই উপরে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। চোখে অঞ্জনি হলে করণীয় কাজসমূহ সম্পর্কে নিচে আরো কিছু তথ্য তুলে ধরা হবে। তো দেরি না করে আসুন দেখে নেয়া যাক, চোখে অঞ্জনি হলে করণীয় কি? সেই বিষয় সম্পর্কে বিস্তারিত। 
  • অঞ্জনি পরিষ্কার পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করুন: পাতলা সুতি পরিষ্কার কাপড় দিয়ে নিয়মিত অঞ্জনী পরিষ্কার করুন। হালকা গরম পানিতে পাতলা সুতি কাপড় ভিজিয়ে চিপে নিয়ে তা অঞ্জনিতে ব্যবহার করা যেতে পারে। 
  • এন্টি ব্যাকটেরিয়াল ক্রিম ব্যবহার করুন: আপনি যদি এন্টি ব্যাকটেরিয়াল ক্রিম ব্যবহার করেন সেক্ষেত্রের অল্প সময়ের মধ্যেই চোখের অঞ্জনি ভালো হয়ে যাবে। কেননা অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম ব্যবহার করলে অঞ্জনি তে থাকা জীবাণুগুলো খুব দ্রুত বিনষ্ট হয়ে যাবে।
  • অঞ্জনির মরা চামড়া তুলে ফেলার চেষ্টা করবেন না: কখনোই নিজে নিজে হাত দিয়ে অঞ্জনির মরা চামড়া তুলবেন না। এতে করে চোখের অঞ্জনি আরো খারাপ অবস্থার দিকে যেতে পারে। 
  • অ্যালোভেরার জেল ব্যবহার করুন: দ্রুততম সময়ে প্রাকৃতিক উপায়ে চোখের অঞ্জনি থেকে মুক্তি পেতে চাইলে এলোভেরার জেল ব্যবহার করতে পারেন। এলোভেরার পাতার নির্যাস অঞ্জনি তে ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই চোখের অঞ্জনি ভালো হয়ে যায়। 

চোখে অঞ্জনি থেকে মুক্তির উপায়

চোখে অঞ্জনি থেকে মুক্তির উপায় সমূহ সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জেনে রাখেন তাহলে আশা করা যায় উপকৃত হতে পারবেন। যাইহোক, চোখে অঞ্জনি থেকে মুক্তির উপায় সমূহ সম্পর্কে নিচে আরও বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো। চোখে অঞ্জনি থেকে মুক্তির উপায় সমূহ নিম্নরূপ। 
  • আলু কেটে তা অঞ্জনিতে লাগিয়ে রাখুন: আলুতে থাকা পুষ্টিগুণ অঞ্চলে দূর করতে কার্যকর ভূমিকা পালন করে থাকে। তাই আপনি অল্প সময়ের মধ্যে চোখের অঞ্জনি থেকে মুক্তি পেতে আলু চাক চাক করে কেটে চোখে লাগিয়ে রাখতে পারেন, আশা করা যায় এতে ভালো ফলাফল পাবেন। 
  • পেয়ারা পাতা বেটে অঞ্জনিতে লাগান: নতুন গজানো নরম পেয়ারা পাতা পরিষ্কারভাবে ধুয়ে পরিষ্কার স্থানে বেটে নিন। এরপরে সেই পেয়ারা পাতা বাটা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ভালো ফলাফল পাবেন।
  • চোখে স্পর্শ করার পূর্বে হাত ধৌত করুন: চোখে স্পর্শ করার পূর্বে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। কেননা হাতে সব সময় জীবাণু থাকে। আপনার হাতে থাকা জীবনে যদি চোখের অঞ্জনিতে স্থানান্তরিত হয় তাহলে তা আরো যদি এলাকার ধারণ করতে পারে। অবশ্যই পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে। 
  • হালকা গরম পানির সেক দিন: চোখে অঞ্জনে উঠলে হালকা গরম পানির সেক দিলে আরাম পাওয়া যায়। তাই আপনি নিয়মিত কিছুদিন আক্রান্ত স্থানে গরম পানির সেক দিতে পারেন। 
  • অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান পরিহার করুন: চোখে অঞ্জনি উঠলে অবশ্যই আপনাকে অত্যধিককে পরিমাণে ক্ষার যুক্ত সাবান সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। 

শেষ কথা

গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল এই আর্টিকেলটিতে, চোখে অঞ্জনি হলে কি করা উচিত? সেই বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। তাই আপনি যদি প্রথম থেকে মনোযোগের সহিত এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই চোখে অঞ্জনি হলে কি করা উচিত? সেই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। ১৬৪১৩

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url