রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা
সূচিপত্রঃ রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা
- রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা
- ইফতারের দোয়া বাংলা
- রোজার নিয়ত আরবি
- রোজার নিয়ত বাংলায়
- নফল রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা
- রোজার নিয়ত করা কি ফরজ
- শেষ কথা
রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা
ইসলামের নিয়ম অনুসারে রমজানে প্রত্যেকটা সুস্থ সবল মানুষের জন্য রোজা রাখা বাধ্যতামূলক। সেজন্য ফজরের আগে সেহরি খাবার মাধ্যমে রোজা শুরু করা হয়ে থাকে। এবং সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে দিনের রোজার সমাপ্তি ঘটে থাকে। এই দুই সময়ে কিন্তু দোয়া এবং নিয়ত করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেহরি খাবার পরে রোজা রাখার নিয়ত করতে হয়। আবার ইফতারের আগে দোয়া করে ইফতার শুরু করা হয়ে থাকে। রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা হচ্ছে-
আরো পড়ুনঃ রোজা রাখার নিয়ত
রোজার নিয়ত-
সেহরি খাওয়ার পরে রোজা রাখার জন্য নিয়ত করতে হয়। রোজা রাখার আরবি নিয়ত-
نويت ان اشمر دم من شهر رمضان المباركي فردا لك يلا فتقبل مني انك انت السميع العليم
বাংলা উচ্চারণঃ নাওয়াইতুয়ান আসমাগাদাম, মিন শাহরি রমাদানাল মোবারাক, ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।
বাংলা অর্থঃ হে আল্লাহ, পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে আগামীকাল ফরজ রোজা রাখার জন্য নিয়ত করলাম। অতএব আমার পক্ষ থেকে তুমি কবুল করে নিও। নিশ্চয়ই তুমি সর্বজ্ঞানী ও সর্বশ্রোতা।
বাংলা নিয়তঃ হে আল্লাহ, আমি আগামীকাল আপনার সন্তুষ্টির জন্য পবিত্র রমজানের ফরজ রোজা রাখার জন্য নিয়ত করেছি। আপনি আমার পক্ষ থেকে তা কবুল করে নিন। নিশ্চয় আপনি সর্বজ্ঞানী ও সর্বশ্রোতা।
ইফতারের দোয়া বাংলা
ইফতার সামনে নিয়ে ইফতারের আগে এই দোয়াটা পড়তে হয়
اللهم لك صمت وعلى دقيقه وافطرت برحمتك يا ارحم الراحمين
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থঃ হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।
ইফতারের বাংলা নিয়তঃ হে আল্লাহ, আপনার নির্দেশিত মাহে রমজানের ফরজ রোজা শেষে আমি আপনারই নির্দেশিত আইন মান্য করে রোজার পরিসমাপ্তি করছি এবং ইফতার শুরু করছি রহমতের আশা নিয়ে। এরপর বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ইফতার করতে হবে।
রোজার নিয়ত আরবি
রোজার একটা আরবি নিয়ত বাংলাদেশের প্রসিদ্ধ। মানুষ যেটা মুখে পড়ে থাকে। তবে এটা ফিকাহ ও হাদিসের কোন কিতাবে বর্ণিত করা হয়নি। তবে যদি কেউ চাই তাহলে পড়তে পারবেন। তবে এটা জানা উচিত যে, নিয়ত পড়ার চাইতে নিয়ত করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নিচে রোজার নিয়ত আরবি দেয়া হলো-
نويت وان اشمر دم من شهر رمضان المبارك فردا لك يعله فتقبل مني انك انت شميل العليم
বাংলা উচ্চারণঃ নাওয়াইতুয়ান আসমাগাদাম, মিন শাহরি রমাদানাল মোবারাক, ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।
অর্থঃ হে আল্লাহ! আমি পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে আগামীকাল নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব আমার পক্ষ থেকে তুমি আমার রোজা অর্থাৎ পানাহার থেকে দূরে থাকাকে কবুল করো। তুমি নিশ্চয়ই সর্বশ্রোতা ও সর্ব জ্ঞানী।
রোজার নিয়ত বাংলায়
নফল রোজা বা ফরজ রোজার নিয়ত আরবিতে হওয়াটা জরুরী নয়। যে কোন ভাষাতে নিয়ত করা যায়। এভাবে নিয়ত করা যায় যে, হে আল্লাহ মহান রাব্বুল আলামিন আজকে আমি রোজা রাখার নিয়ত করলাম, তুমি আমাকে শক্তি দিও। (জাওয়াহিরুল ফিকাহ, খন্ডঃ ১, পৃষ্ঠাঃ ৩৭৮)।
নফল রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা| রোজার নিয়ত ও ইফতারের দোয়া pdf
রাত থেকে সাধারণ নফল রোজার নিয়ত করা শর্ত নয়। বরং দিনের যেকোনো সময় যদি কেউ নিয়ত করে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে সেটা জায়েজ হয়ে যাবে। তবে শর্ত হলো ফজর শুরু হবার পর থেকে রোজা ভঙ্গকারী যেন কোন কিছুতে লিখতে না হয়। আর নফল রোজার সুনির্দিষ্ট নিয়ত হচ্ছে রাত থেকে ফজরের পূর্ব পর্যন্ত করা শর্ত। শাইখ উছাইমিনকে জিজ্ঞেস করা হয়েছে, শাওয়ালের ছয় রোজা এবং আরাফার দিনের রোজার হুকুম কি ফরজ রোজা গুলোর মতন অর্থাৎ রাত থেকে কি এই রোজা গুলোর জন্য নিয়ত করা শর্ত?
নাকি এই রোজাগুলার হুকুম নফল রোজা হুকুমের মতোই দিনের মধ্যেভাগ থেকেও যে কোন লোকের জন্য রোজার নিয়ত করা জায়েজ? দিনের মধ্যেভাগ থেকে যে ব্যক্তি রোজা রাখার নিয়ত করেছে সে কি ওই ব্যক্তির সমপরিমাণ সাওয়াব পাবেন ব যে ব্যক্তি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সেহরি খেয়ে রোজা পালন করছেন। তিনি উত্তরে বললেন, হ্যাঁ, দিনের বেলায় নিয়ত করলেও নফল রোজার ক্ষেত্রে জায়েজ হবে। এক্ষেত্রে শর্ত হলো, নিয়ত করবার আগে রোজা ভঙ্গকারী কোন কিছুতে লিপ্ত হইতে পারবেন না। যেমন-যদি কোন লোক ফজরের পরে খাওয়া দাওয়া করে নেয়, এরপর দিনের বেলাতে রোজা রাখার জন্য নিয়ত করে।
আরো পড়ুনঃ যাকাত দেওয়ার নিয়ম ও ফজিলত
তাহলে তাকে আমরা বলব যে আপনার রোজা শুদ্ধ হয়নি। কেননা, তিনি খাবার খেয়েছেন। তবে যদি তিনি ফজর থেকে না খেয়ে থাকে এবং অন্য কোন রোজা ভঙ্গকারী কাজে লিপ্ত না হয়। এরপর দিনের বেলায় রোজা রাখার জন্য নিয়ত করেন এবং সেই রোজাটা যদি নফল রোজা হয়ে থাকে, তাহলে আমরা বলব যে, এই রোজাটা জায়েজ। কারণ, হাদিসে এ ধরনের রোজার অনুমোদন আছে। নফল বা ফরজ কোন রোজার নিয়ত আরবিতে হওয়াটা জরুরি না। যে কোন ভাষাতেই নিয়ত করা যেতে পারে। এভাবে নিয়ত করা যায় যে, আজ আমি নফল রোজার নিয়ত করলাম।
রোজার নিয়ত করা কি ফরজ
সেহরি ও ইফতার হচ্ছে রোজা পালনের গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি রোজার নিয়ত করা ও জরুরী। হাদিসে বর্ণিত আছে, প্রত্যেকটা আমলের প্রতিদান নির্ভরশীল হচ্ছে নিয়তের উপর। অর্থাৎ কোন আমলই নিয়তবিহীন আল্লাহর দরবারে কবুল হবে না। তা দিয়ে দায়িত্ব থেকে কোন নিষ্কৃতি মিলবে না। সেজন্য প্রত্যেকটা আমল শুদ্ধ হবার পূর্ব শর্ত হচ্ছে নিয়ত। অন্য সকল ইবাদতের মতোই রোজার জন্য নিয়ত করা ও ফরজ।
আরো পড়ুনঃ বাহারাইন সেহরি ও ইফতারের সময়সূচি
রমজান মাসের প্রত্যেকটা রোজা যেহেতু আলাদা আলাদা এক একটা আমল সেহেতু প্রত্যেকদিনের রোজার জন্য ও আলাদা আলাদা নিয়ত শর্ত। তবে এক্ষেত্রে রোজা রাখার জন্য ঘুম থেকে উঠে সেহরি খাওয়াটাই হচ্ছে রোজার নিয়তের অন্তর্ভুক্ত। বস্তুত মনের ইচ্ছাটাই হচ্ছে নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করাটা জরুরী না। সে ক্ষেত্রে কেউ যদি মুখে নিয়ত না করে তারপরও তার রোজাগুলো আদায় হবে। তবে মুখে নিয়ত করাটাই উত্তম।
শেষ কথাঃ রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা
রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা রোজার নিয়ত আরবি রোজার নিয়ত বাংলায় সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোষ্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।
আজ আর নয়, রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬