বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়

বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়, তা জেনে রাখলে আশা করি আপনি উপকৃত হতে পারবেন। বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়? এর তালিকা এই আর্টিকেলটিতে তুলে ধরা হবে। চলুন দেখে নেয়া যাক, বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়? 

পেজ সূচিপত্র: বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়

ভূমিকা 

বাংলাদেশের অধিকাংশ নারী জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে পিল খেয়ে থাকে। পিল খাওয়ার মাধ্যমে খুব সহজেই জন্মনিয়ন্ত্রণ করা যায়। আর এ কারণেই পিল খেয়ে জন্ম নিয়ন্ত্রণ করার প্রবণতা অনেক বেশি। বাংলাদেশের বিভিন্ন ধরনের, বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন দামের জন্মনিরোধক পিল পাওয়া যায়। 

বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়? এর তালিকা নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তাই আপনি যদি জানতে চান যে, বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়? তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগের সাথে পড়তে থাকুন। আশা করি আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। 

যেকোনো ধরনের গর্ভনিরোধক পদ্ধতি গ্রহণ করার পূর্বে অবশ্যই সেই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া উচিত। আপনি যদি হরমোনাল পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ পিল খাওয়ার মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জন্ম নিয়ন্ত্রক পিল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। 

না জেনে না বুঝে যদি আপনি জন্মনিরোধক পিল সেবন করা শুরু করেন, তাহলে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। জন্মনিরোধক পিল খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে জন্মনিরোধক পিল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। তথ্যবহুল এই আর্টিকেলটিতে গর্ভনিরোধক পিল সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। 

তাই আপনি যদি হরমোনাল পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ পিল গ্রহণ করার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হরমোনাল পদ্ধতি অর্থাৎ পিল গ্রহণ করা উপকারিতা ও অপকারিতা এবং সার্বিক বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। 

বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়

বাংলাদেশে সর্বাধিক বিক্রিত বার্থ কন্ট্রোল পিল গুলোর তালিকা নিচে তুলে ধরা হবে। তাই আপনি যদি নিম্ন বর্ণিত তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়েন তাহলে বাংলাদেশে কি কি পিল পাওয়া যায় সে সম্পর্কে জানতে পারবেন। চলুন দেখে নেয়া যাক, বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়?
  • Femicon Tablet: বাংলাদেশ জন্মনিরোধক যে সকল পিল রয়েছে তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও বিক্রিত জন্মনিরোধক পিল হল ফেমিকন ট্যাবলেট। জন্মনিরোধক পিল বলতে অনেকে ফেমিকন ট্যাবলেটকেই চিনে থাকে। বাংলাদেশে বহু পূর্ব থেকেই ফেমিকন ট্যাবলেট হরমোনাল জন্মনিরোধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চাইলে আপনিও অধিক কার্যকর ও দামে কম হরমোনাল এই জন্মনিরোধক পিল খেতে পারেন। 
  • Femipill Tablet: আরেকটি জনপ্রিয় ও অধিক কার্যকর স্বল্পমূল্যের জন্মনিরোধক পিল হলো ফ্যামিপিল ট্যাবলেট। বাংলাদেশের যতগুলো জন্মনিরোধক পিল রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে কম দাম ফ্যামিপিল ট্যাবলেটের। দামে কম এবং মানে ভালো হওয়ায় বাংলাদেশ ফ্যামিপিল ট্যাবলেট তুমুল জনপ্রিয় জন্মনিরোধক পিল। 
  • Novelon Tablet: অধিক কার্যকর এবং কম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন জন্মনিরোধক পিল হল নভেলন ট্যাবলেট। উপরে উল্লেখিত জন্মনিরোধক পিল গুলোর চেয়ে এই জন্মনিরোধক পিলটির দাম কিছুটা বেশি। তবে গুণগতমানের দিক থেকে ভালো হওয়ায় মূল্য কিছুটা বেশি হলেও অনেকেই জন্মনিয়ন্ত্রণের জন্য নভেলন ট্যাবলেট খেয়ে থাকেন।
  • Emcon Tablet: জন্মনিয়ন্ত্রণের জন্য আরেকটি অধিক কার্যকর ও দামি জন্মনিরোধক পিল হল ইমকন ট্যাবলেট। ইমকন ট্যাবলেটটি মূলত ইমারজেন্সি জন্মনিরোধক পিল। তাই কখনো যদি অনিরাপদ সহবাস করে থাকেন সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব ইমকন ট্যাবলেট খেয়ে নিতে পারেন। এতে করে গর্ভধারণের আশঙ্কা থাকবে না। 
  • Noret Tablet: বাংলাদেশে যতগুলো জন্মনিরোধক পিল রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় আরেকটি কার্যকর জন্মনিরোধক পিল হলো নোরেট ট্যাবলেট। ফেমিকন এবং ফেমিপিল ট্যাবলেটের পরেই নোরেট ট্যাবলেট ট্যাবলেটের অবস্থান। বর্তমানে অনেকেই জন্মনিয়ন্ত্রণের জন্য অধিক কার্যকর ও স্বল্পমূল্যের এই জন্মনিরোধক পিল খেয়ে থাকেন। 
  • Rosen Star Tablet: কার্যকর ও মূল্যবান আরেকটি জন্মনিরোধক খাবার বড়ি হল রোজেন স্টার ট্যাবলেট। অন্যান্য জন্ম নিরোধক ঔষধের চেয়ে এই ঔষধটির দাম কিছুটা বেশি। তবে কার্যকারিতার দিক থেকে অন্যান্য ওষুধের চেয়ে এই ওষুধটি অধিক কার্যকর। কার্যকারিতার কারণে অনেকেই এই ওষুধটি খেয়ে থাকেন। 
  • Minicon Tablet: জন্মনিরোধক পিলের সর্বশেষে যেই ঔষুক্তির কথা উল্লেখ করা হবে সেটি হল মিনিকন ট্যাবলেট। গর্ভনিরোধক ঔষধ হিসেবে মিনিকন ট্যাবলেট খুবই জনপ্রিয়। বিশেষ করে স্তন্যদানকারী নারীদের জন্মনিয়ন্ত্রণের জন্য এই ঔষধটি বিশেষভাবে কার্যকর। 

পিল খাওয়ার নিয়ম

বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়? সে বিষয় সম্পর্কে ইতোমধ্যে উপরে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে পিল খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তাই আপনি যদি পিল খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই আর্টিকেলের এই অংশটি আপনাকে পড়তে হবে। আর্টিকেলের এই অংশটি মনোযোগ দিয়ে পড়লে পিল খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন 
গর্ভনিরোধক পিল খাওয়ার বিশেষ নিয়ম রয়েছে। পিল খাওয়ার নিয়ম অনুসরণ না করে যদি আপনি পিল খান তাহলে বিপরীত হতে পারে। অর্থাৎ পিল খাওয়ার নিয়ম অনুসারে পিল না খেলে জন্ম নিয়ন্ত্রণ হবেই না বরং এলোমেলোভাবে ঔষধ সেবন করার কারণে এর পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই খাওয়ার পূর্বে অবশ্যই পিল খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে। আসুন জেনে নেয়া যাক, পিল খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য। 

মাসিক ঋতুস্রাব শুরু হওয়ার পরে প্রথম কিংবা দ্বিতীয় দিন থেকে পিল খাওয়া শুরু করতে হবে। ২১ দিন পর্যন্ত সাদা বড়ি গুলো প্রতিদিন খেতে হবে। আর খয়রি রঙের বড়ি গুলো পরবর্তী সাতদিন খেতে হবে।সহবাস করুন বা না করুন প্রতিদিন নিয়মিত পিল খেতে হবে। যদি কোনদিন পিল খেতে ভুলে যান সে ক্ষেত্রে পরের দিন একসাথে দুইটি পিল খেতে হবে।

পিলের দাম

বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়? সেই বিষয় সম্পর্কে উপরে বিস্তারিতভাবে আলোকপাত করা হয়েছে। তাই আপনি যদি উপরে উল্লেখিত তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানতে পেরেছেন, বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়? যাই হোক নিচে পিলের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। 

ঔষধের কার্যকারিতা, ব্র্যান্ড এবং পরিমাণের ভিন্নতার কারণে গর্ভনিরোধক পিলের দাম ভিন্ন হয়ে থাকে। এক এক কোম্পানির পিলের দাম একেক রকম। যাই হোক নিচে, বাংলাদেশে সর্বাধিক বিক্রিত গর্ভনিরোধক পিল সমূহের নাম ও দাম তুলে ধরা হলো। 
  • Novelon Tablet 0.03mg+3mg -  28 tablets মূল্য: ৩৯৯ টাকা
  • Emcon 1 Tablet 1.5mg মূল্য: ৭০ টাকা
  • Rosen Star 0.02mg+0451mg মূল্য: ৪১৬ টাকা
  • Minicon Tablet 1 Tablet মূল্য: ৪০ টাকা
  • Femipill Tablet 28pcs মূল্য: ১৮ টাকা
  • Femicon Tablet 28 tablets মূল্য: ৪০ টাকা
  • Noret 28 Tablet 28 tablets মূল্য: ৪০ টাকা

শেষ কথা

বাংলাদেশে কি কি পিল পাওয়া যায়? আশা করি তা জেনেছেন। কেননা গর্ভনিরোধের জন্য বাংলাদেশের যে সকল ট্যাবলেট পাওয়া যায় সেগুলো সম্পর্কে ইতিমধ্যেই উপরে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। তাই আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগের সহিত পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই গর্ভনিরোধক পিল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। আশা করি উপরে উল্লেখিত তথ্যগুলো আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তথ্যবহুল এই আর্টিকেলটি সকলের সাথে শেয়ার করবেন। ১৬৪১৩

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url